ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭৮৫

২ ও ৩০ এপ্রিল মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৪ ৬ ফেব্রুয়ারি ২০২১  

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে আগামী ২ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শনিবার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

 

জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত। এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে ২০ থেকে ২৫ মার্চ।

 

এছাড়া ২৭ মার্চ থেকে বিডিএস কোর্সের আবেদন শুরু হবে এবং ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।

 

সূত্র জানায়, এ বছর আগের নিয়মেই অর্থাৎ ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির ভর্তি পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধাভিত্তিক তালিকা প্রণয়নের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।